হোম অব ক্রিকেট মিরপুরে ভারত মিশনের পূর্বে টাইগারদের নিজেদের মধ্যে খেলেছে প্রথম টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ। লাল ও সবুজ দলের মোড়কে দুই দল মাঠে খেলে। ঘটনাবহুল এই ম্যাচে লাল দলকে ৫০ রানে হারায় সবুজ দল।
যে ম্যাচের ফলাফলের চেয়েও সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাকিব আল হাসানের না খেলা, এক দর্শকের বিরূপ মন্তব্যের কারণে তার দিকে মুশফিকুর রহিমের তেড়ে যাওয়া এবং খেলার মাঝখানে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং পর্যবেক্ষণ করতে আম্পায়ারের পেছনে গিয়ে ড্যানিয়েল ভেট্টোরির দাঁড়িয়ে থাকা।
টস ছাড়াই আগে ব্যাট করতে নামা সবুজ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে। দলের পক্ষে ইয়াসির আলী রাব্বি সর্বাধিক ৩৯ রান করেন। লেগ স্পিনার রিশাদ ব্যাট হাতে করেন ১৩ রান।
লাল দলের পক্ষে আমিনুল ইসলাম বিপ্লবের ১৭ রানে ৩ উইকেট এবং আবু হায়দার রনি ২৯ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। একটি করে উইকেট পেয়েছেন পেসার শফিউল ও অফস্পিনার নাঈম হাসান।
জবাবে লাল দল ব্যাট হাতে রীতিমতো ব্যর্থতার পরিচয় দেয়। লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের সাজানো লাল দল ১৪৪ রানের অতি সাধারণ লক্ষ্যের পিছু নিয়ে ১২ ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বসে।
ওপেনার লিটন দাস ৩৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। বাকি ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেননি। মাহমুদউল্লাহ ১৫ বলে ৭, মোসাদ্দেক ৩ বলে ১, আবু হায়দার রনি ২ বলে ০ এবং আমিনুল ইসলাম বিপ্লব ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার রান আউটের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত তারা ১৭ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়।
সবুজ দলের স্পিনার আরাফাত সানি ৩টি, তাইজুল ইসলাম ২টি, এবং মিরাজ, রিশাদ ও আল আমিন একটি করে উইকেট পান।
আরআইএস