বাংলাদেশের ক্রিকেটে যেন ঝড় শেষই হচ্ছে না। একটার পর একটা সমস্যা নাজেহাল অবস্থা দেশের ক্রিকেটের। আর মাত্র দুই দিন পরই ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ। যেখানে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ, খেলবে তিন টি-টুয়েন্টি। অথচ এখনো দেশের ক্রিকেটের আলোচনার মূল বিষয়বস্তু মাঠের বাইরের একের পর এক ঘটনা।
রোববারও (২৭ অক্টোবর) ঘটেছে তেমনই এক ঘটনা। ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে নিজেদের মধ্যে দুইটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথমটা অনুষ্ঠিত হলো রোববার। যেখানে খেলোয়াড় তালিকায় নাম থাকলেও মাঠে নামেননি সাকিব, সেই ঘটনা ছাপিয়ে আলোচনায় শান্ত, বিনয়ী ও নম্র মুশফিকুর রহিমের মারমুখী অবস্থায় গ্যালারিতে উঠে আসা।
আসলে ওই দর্শকের সঙ্গে কী ঘটেছিল মুশফিকের? সরেজমিনে দেখা গেছে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিল লাল দল। চতুর্থ ওভারে বল করছিলেন সবুজ দলের আরাফাত সানি।
ব্যাটিংয়ে থাকা মুশফিকুর রহিম তখন ৪ রানের মাথায় রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে ফিরছিলেন ড্রেসিং রুমে। স্বভাবতই মুশফিকুর রহিম মাথা নিচু করেই ফিরছিলেন সাজঘরে। এমন সময় গ্যালারি থেকে ইমরান হোসেন নামের এক দর্শক মুশফিককে উদ্দেশ করে বলেন, ‘ভাই মাটির দিকে তাকিয়ে লাভ নেই, আমার দিকে তাকান’।
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মুশফিক। ব্যাটটা ড্রেসিং রুমে রেখে এসেই প্রায় চার ফুট লাফ দিয়ে উঠে আসেন গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে। তার পর বেশ কিছুক্ষণ ওই দর্শককে আঙ্গুল তুলে শাসান মুশফিক। এক পর্যায়ে বাজে ভাষাও ব্যবহার করেন তিনি। পরে ওই ভক্ত ক্ষমাও চান।
এরপর মুশফিককে শান্ত করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। ওই দর্শককে নিয়ে আসা হয় মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেটে। ইমরান হোসেন নামের ওই দর্শক জানান, তার বাড়ী জামালপুরে। বর্তমানে ঢাকার কমলাপুরে থাকেন তিনি। তার দাবি মুশফিককে তিনি বলেছিলেন, ‘ব্যাড লাক ভাই, পরে হবে।’ তবে সত্য হলো তিনি মুশফিককে বলেছিলেন ‘মাটির দিকে না তাকিয়ে আমার দিকে তাকান’। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে ছেড়ে দেয় মাঠের নিরাপত্তা রক্ষীরা।
এমএইচবি