মাইলফলক স্পর্শের ম্যাচে ঘরের বাইরে জয় পেল ম্যান ইউ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ১২:০০ পিএম মাইলফলক স্পর্শের ম্যাচে ঘরের বাইরে জয় পেল ম্যান ইউ
সংগৃহীত ছবি

গত কয়েক মৌসুম ধরেই ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে তাও যেমনই হোক, প্রতিপক্ষের মাঠে যেন কিছুতেই জয় পাচ্ছিল না তারা। অবশেষে দশম রাউন্ডে এসে ঘরের বাইরেও জয়ের দেখা পেয়েছে ওলে গানার শিষ্যরা। 

রোববার রাতে নরউইচ সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইংল্যান্ডের অন্যতম সেরা দলটি। একই ম্যাচে ইতিহাসের প্রথম দল হিসেবে ইপিএলে ২০০০ গোল করার মাইলফলকও স্পর্শ করেছে স্থাপন করেছে ক্লাবটি। ২১তম মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন নরউইচের রক্ষণভাগের ফুটবলাররা। ফাঁকায় বল পেয়ে জালে জড়ান স্কট ম্যাকটমি। যা ইপিএলে ম্যান ইউর ২০০০ তম গোল।

বিরতির আগেই আরও একটি গোল পায় তারা। ৩০ মিনিটের মাথায় ড্যানিয়েল জেমসের বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কস র‍্যাশফোর্ড। ৭৩ মিনিটের সময় ম্যান ইউর পক্ষে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শিয়াল। আর  শেষদিকে নরউইচের হয়ে এক গোল শোধ করেন ওনেল হার্নান্দেজ।

এদিকে এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। সক্রেটিস ও ডেভিড লুইসের গোলে এগিয়ে গিয়েছিল গানাররা। লুকা মিলিভোজেভিচ ও জর্ডান আইয়ুর গোলে এক পয়েন্ট নিয়ে ফেরে ক্রিস্টাল।

এমএইচবি

আরও সংবাদ