সন্ধ্যায় ভারত বধের শেষ প্রস্তুতি, আসতে পারে অনেক সিদ্ধান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৩:২৪ পিএম সন্ধ্যায় ভারত বধের শেষ প্রস্তুতি, আসতে পারে অনেক সিদ্ধান্ত
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো

বাংলাদেশের ক্রিকেটে যেন ভর করেছে শনির দশা। একের পর এক বিতর্কে টালমাটাল দেশের ক্রিকেট। ক্রিকেটারদের ধর্মঘট ইস্যু এখনো আলোচনায়, নিয়ম বর্হিভূতভাবে সাকিব আল হাসান ও গ্রামীনফোনের চুক্তির বিষয়ে সমাধানও এখনো আসেনি।

এর মধ্যেই গত রোববার লাল ও সবুজ দলের ম্যাচে মুশফিকুর রহিম ঘটিয়ে ফেলেছেন নতুন এক কাণ্ড। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় এক দর্শকের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠে পড়েছিলেন গ্যালারিতে, হয়েছিলেন মারমুখীও।

তবে এসবের মধ্যেই সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে লাল ও সবুজ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। আগের ম্যাচে স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারকে নিয়ে গড়া লাল দল ৫০ রানে হেরে গিয়েছিল সবুজ দলের কাছে। 

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও থাকছেন না সাকিব আল হাসান, যা নিয়েই চলছে নানা গুঞ্জন। এক জাতীয় দৈনিককে বিসিবি সভাপতি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ভারত সফর থেকে আরও এক ক্রিকেটার নাম প্রত্যাহার করে ফেলতে পারেন। 

এছাড়াও বিসিসিআইয়ের দেয়া দিবা-রাত্রির টেস্টের প্রস্তাব ও সাকিবের গ্রামীনফোনের সঙ্গে চুক্তির ব্যাপারেও আজ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ভারত মিশনে যাওয়ার আগে ক্রিকেটারদের শেষ প্রস্তুতি ম্যাচের আগে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাঠের বাইরের বেশকিছু ইস্যু।

এমএইচবি/আরআইএস 

আরও সংবাদ