আসন্ন ভারত সফরে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সফর নিয়ে নিজের মনোভাবের কথা জানিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসন্ন সিরিজে আমাদের সামনে বড় সুযোগ থাকছে। কারণ এ সফরে আমাদের হারানোর কিছু নেই। টি-টুয়েন্টিতে ভারত অনেক ভালো দল। এছাড়া সব ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলছেন তারা। তাদের মোকাবেলা করা হবে আমাদের বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ভারত সফর দিয়েই বুঝতে পারবো যে আগামী বিশ্বকাপের জন্য আমরা কতটুকু প্রস্তুত এবং কোন জায়গায় আছি। কোন জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, সেটি বুঝতে পারবোঁ। তাই ব্যক্তিগতভাবে হোক কিংবা দলগতভাবে বলুন; এই সফর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
মিস্টার ডিপেন্ডেবল বলেন, গত সপ্তাহটা আমাদের জন্য ছিল অনেক কঠিন। ক্রিকেটাররা কিছু যৌক্তিক দাবিতে সোচ্চার ছিলেন। সমঝোতার পর সবাই ক্রিকেটে ফিরেছে। সর্বশেষ তিনদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমাদের মূল ফোকাস ভারত সফরে।
তিনি আরও বলেন, আমরা বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলের বিপক্ষে খেলবো। স্বাভাবিকভাবেই সহজে সাফল্য পেয়ে যাবো- এ রকম আশা করা যায় না। তবে অবশ্যই আমরা জয়ের জন্য খেলবো। আমাদের যে দল আছে, তা লড়াই করার মতো।
আরআইএস