রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে লা লীগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে গ্রানাডা। এ সপ্তাহে বার্সেলোনার কোনো ম্যাচ না থাকার সুযোগটিকে কাজে লাগিয়ে গ্রানাডা লীগে ষষ্ঠ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখলে নিতে সক্ষম হয়েছে।
ম্যাচ শেষে গ্রানাডার কোচ দিয়াগো মার্টিনেজ বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আপনারা জানেন আমরা পয়েন্ট তালিকার দিকে তাকাচ্ছি না। কারণ সেখানে আমাদের ২০ পয়েন্ট জমা হয়েছে। আশা করি আমরা আরো বেশি সংখ্যক ম্যাচে জয়লাভ করব এবং উন্নতির ধারা অব্যাহত রাখবো। তবে এই উত্থান আমরা দারুণভাবে উপভোগ করছি। আমাদের সমর্থকরাও আমাদের সঙ্গে এটি উপভোগ করছে।’
এখন পর্যন্ত ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে গ্রানাডা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানের কারণে রিয়াল সোসিয়েদাদ তৃতীয়, অ্যাতলেটিকো মাদ্রিদ চতুর্থ এবং সেভিয়া পঞ্চম স্থানে রয়েছে। ১৮ পয়েন্টে রিয়াল মাদ্রিদ ষষ্ঠ স্থানে আছে।
আরআইএস