নিষেধাজ্ঞার কারণে যেসব সিরিজে খেলতে পারবেন না সাকিব

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ১১:৪৬ এএম নিষেধাজ্ঞার কারণে যেসব সিরিজে খেলতে পারবেন না সাকিব
সাকিব আল হাসান। ফাইল ছবি

ম্যাচ ফিক্সিংয়ের খবর গোপন রাখায় সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের এক বছর ক্রিকেট খেলতে পারলেও পর্যবেক্ষণে থাকবেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এমন ঘোষণা দেয় আইসিসি।

যে কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ মিস করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যার শুরুটা হবে আসন্ন ভারত সফর দিয়ে। যেখানে দুইটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশীপ, যার দ্বিতীয় ম্যাচ আবার হবে গোলাপি বলে। তবে এতে থাকবেন না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। 

যেসব সিরিজে থাকবেন না সাকিব :

* ভারত সফর: নভেম্বর, ২০১৯

* পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ (সম্ভাব্য)

* অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি, ২০২০

* জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২০

* আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০

* শ্রীলংকা সফর: জুলাই-আগস্ট, ২০২০

* নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০

* নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০

* টি ২০ বিশ্বকাপ: অক্টোবর, ২০২০