সাকিব ভুল করেছে, অপরাধ করেনি : মাহমুদুল্লাহ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ০২:৫৭ পিএম সাকিব ভুল করেছে, অপরাধ করেনি : মাহমুদুল্লাহ
বাঁ থেকে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

সবকিছুর পরিকল্পনায় হয়েছিল তাকে ঘিরেই। কালে-ভদ্রে দুয়েকবার ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে পারে বাংলাদেশ। ২০১৯ সালের নভেম্বরেই সেই কালে-ভদ্রের সময়টা পেয়েছিল বাংলাদেশ। যেখানে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক হয়ে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। 

কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাকে ছাড়াই বুধবার (৩০ অক্টোবর) দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিমানবন্দরে টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, সাকিব ভুল করলেও অন্যায় করেনি।  

তিনি বলেন, 'সাকিব একটা ভুল করেছে কোন অপরাধ করেনি। আমাদের সকলের সাপোর্ট তার সাথে আছে। আমরা সাকিবকে আগে যেমন ভালোবাসতাম তেমনই ভালোবাসব।'

রিয়াদ আরও বলেন,'আমি অধিনায়ক হিসেবে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আমি যখন বাংলাদেশের জার্সি গায়ে খেলতে নামি, তখন সেরাটাই দেয়ার চেষ্টা করি। হ্যাঁ, ভারত খুবই ভালো দল। কিন্তু আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, আর সব ছোট ছোট সুযোগগুলোও কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু সম্ভব।'

এমএইচবি

আরও সংবাদ