অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সবাইকে অবাক করে দিয়ে মানসিক অবসাদের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি ২৮ বলে ৬২ রানের ঝড়ো এক ইনিংস খেলেছিলেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়া দলের মনোবিদ ড. মাইকেল লয়েড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচের জন্য ম্যাক্সওয়েলের পরিবর্তে ডি আর্চি শর্টকে দলভুক্ত করা হয়েছে।
ড. মাইকেল লয়েড বলেন, ম্যাক্সওয়েল এই মুহূর্তে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতার মধ্যে রয়েছে। যার ফলে সে সাময়িক সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে চায়। গ্লেন (ম্যাক্সওয়েল ) তার সমস্যাগুলো চিহ্নিত করতে এবং তা নিয়ে সাপোর্ট স্টাফদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার বেল অলিভার বলেন, আমাদের খেলোয়াড় এবং কর্মীদের সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লেনের (ম্যাক্সওয়েল) প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তার সুস্থতা এবং আবারো খেলায় ফিরে আসার ব্যাপারে ক্রিকেট ভিক্টোরিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে। আমরা গ্লেন (ম্যাক্সওয়েল) ও তার পরিবার এবং বন্ধুদের নিজেদের মতো করে থাকতে দিতে চাই। এই সময়ে তাদের গোপনীয়তার প্রতি আমরা শ্রদ্ধাশীল।
বেল অলিভার বলেন, তিনি (ম্যাক্সওয়েল) একজন বিশেষ খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমরা আশা করি আগামী গ্রীষ্ম মৌসুমেই তাকে ফেরত পাবো। এটা গুরুত্বপূর্ণ যে আমরা গ্লেন (ম্যাক্সওয়েল) এবং আমাদের সমস্ত খেলোয়াড়দের যত্ন নেই।
আরআইএস