ফুটবল মাঠে কতকিছুই তো ঘটে। তবে এবারের কাণ্ডটা একেবারেই ভিন্ন। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিকার্ডো কাকা খেলোয়াড়ি জীবনে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। আন্তর্জাতিক ফুটবল তো বটেই, বহু আগেই বিদায় নিয়েছেন ক্লাব ফুটবল থেকেও।
বহুদিন পর আবারও সংবাদের শিরোনাম হয়েছেন কাকা। তবে তিনি একা নন সঙ্গে আরেক নারী রেফারিও। একটি প্রীতি ম্যাচে ফিলিস্তিন থেকে অধিকৃত অঞ্চল হাইফায় ব্রাজিল কিংবদন্তি একাদশ খেলেছে ইসরায়েলের কিংবদন্তি একাদশের বিপক্ষে।
এমন প্রদর্শনী ম্যাচগুলো অনুষ্ঠিতই হয় শুধুমাত্র দর্শক মনোরঞ্জনের উদ্দেশ্যে। সেই ম্যাচের মাঝপথে কাকাকে হলুদ কার্ড দেখান রেফারি, তবে তাতেই থেমে থাকেনি ঘটনা। কার্ড দেখিয়ে তিনি মাঠের মধ্যেই কাকার সঙ্গে সেলফি তুলেন।২৮ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিল কিংবদন্তি একাদশ ৪-২ গোলে হারিয়েছে ইসরায়েল একাদশকে।
এমএইচবি