শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন তেলেঙ্গানু

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০৯:০২ পিএম স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন তেলেঙ্গানু
সংগৃহীত ছবি

৬৩ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে এসেছিল মালেশিয়ার তেলেঙ্গানু এফসি। এসেই তারা করলো বাজিমাত। ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম আবাহানীকে কাঁদিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরেছে মালেশিয়ান ক্লাবটি। 

বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাপের ফাইনালে চট্টগ্রাম আবাহানীকে ২-১ গোলে হারিয়েছে তেলেঙ্গানু। এই ম্যাচে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল স্বাগতিকরা। আর সেটাই বোধ হয় কাল হয়ে দাঁড়াল মারুফুল হক শিষ্যদের। 

প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে ম্যাচ থেকে তখনই অনেকটা ছিটকে পড়ে জামাল ভূঁইয়ারা। প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহানীই। ১৩ মিনিটের মাথায় গোলরক্ষককে একা পেয়েও বল তার হাতেই তুলে দেন রতকোভিচ লুকা।

চট্টগ্রাম ভুল করলেও ১৫ মিনিটে তেরেঙ্গানু নিজেদের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। বামপ্রান্ত দিয়ে কর্নার নিয়েছিলেন অধিনায়ক লি টাক। সেখান থেকে বল পেয়ে হাকিম বিন মামাত বুলেটগতির হেড ঠেকানোর সাধ্য ছিল না স্বাগতিক গোলরক্ষক মোহাম্মদ নেহালের। এর পাঁচ মিনিট পরই স্বাগতিক দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান আলিয়াস।

প্রথমার্ধে গোল না পেয়ে কৌশল বদলান মারুফুল হক। ৪৮ মিনিটে বামপ্রান্ত দিয়ে বল উড়িয়ে বাড়ান জামাল। সেখান থেকে আরেক ফুটবলারের পা ঘুরে বল পান লুকা। বল জালে জড়াতে ভুল করেননি তিনি। ৭০ মিনিটে নায়ক হওয়ার সুযোগ লুকার সামনে। ডানপ্রান্ত দিয়ে আরিফুল বল পাস করেছিলেন এ ফরোয়ার্ডের দিকে। কিন্তু তিনি যে শট নিলেন তাতে হতাশই হতে হয় গ্যালারিভর্তি চট্টগ্রাম সমর্থকদের। এরপর আর কোনো গোল না হওয়ায় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় প্রথম আসরের চ্যাম্পিয়নদের। 

এমএইচবি