নেইমারকে পেতে দেরিতে বেতন নিতে চেয়েছিল বার্সা ফুটবলাররা : পিকে

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০১৯, ১২:২৪ পিএম নেইমারকে পেতে দেরিতে বেতন নিতে চেয়েছিল বার্সা ফুটবলাররা : পিকে
নেইমারকে পেতে বার্সেলোনার ফুটবলাররা ত্যাগ শিকারে প্রস্তত ছিল বলে জানিয়েছেন জেরার্ড পিকে। ফটো : ভিয়েগিয়াইট্রি ডট কম

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান নাম্বার টেন তারকা নেইমার। তবে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা পিএসজি ম্যানেজমেন্টকে নেইমার জানিয়ে দিয়েছিলেন। 

নেইমার জানিয়েছিলেন, বার্সেলোনায় তিনি ছিলেন দুধে-ভাতে। আর পিএসজিতে সয়েছেন নানা অপমান। তারপর গ্রীষ্মকালীন দলবদলের সময় নেইমারকে দলে নিতে পিএসজির সাথে কয়েক দফা আলোচনায় বসেছে বার্সেলোনা। তবে দর কষাকষিতে মতৈক্য হয়নি।

বার্সেলোনা ক্লাবের সহ-সভাপতি জর্দি কার্দোনার জানিয়েছিলেন, বিপুল অর্থ খরচ করে নেইমারকে কেনার সামর্থ্য ক্লাবের নাকি এখন তাদের নেই। তবে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, পিএসজির সঙ্গে আলোচনা করে বার্সেলোনার পক্ষে নেইমারকে ধারে খেলানোর সম্ভাবনা নিয়ে। যদিও শেষ পর্যন্ত নেইমারকে বার্সেলোনায় ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি। 

ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়কে ফিরিয়ে আনতে বার্সেলোনার ফুটবলাররাও যে তাদের সামর্থ্যের পুরাটা নিয়ে নিজেদের উজাড় করে দিয়েছিল, সেই তথ্যই এবার জানালেন জেরার্ড পিকে। স্প্যানিশ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে পিকে বলেন, আমরা যদি বেতন দেরিতে গ্রহণ করি; তাহলে উয়েফার আর্থিক নিষেধাজ্ঞার ভেতর থেকেই নেইমারকে দলে ভেড়াতে পারবো এমনটি ক্লাব প্রেসিডেন্টকে বলেছিলাম। দরকার হলে নেইমারকে আনার জন্য আমাদের পাওনা দেরিতে দেয়া হোক।

পিকে বলেন, ক্লাব প্রেসিডেন্টকে বলেছিলাম নেইমারকে পেতে আমরা ত্যাগ শিকারে প্রস্তত। দরকার হলে নেইমারকে আনার জন্য আমাদের পাওনা দেরিতে দেয়া হোক।  আমরা আমাদের চুক্তি সমন্বয় করতে প্রস্তুত আছি। আমরা আমাদের পাওনা ছেড়ে দিচ্ছিলাম না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিছু কিছু পেমেন্ট প্রথম বছরের পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় বছরে গ্রহণের কথা বলছিলাম। 

পিকে আফসোস করে বলেন, ভেবেছিলাম উয়েফা ফেয়ার প্লে নিয়মের জন্য কোনো কিছু আটকাবে না। আমরা চেয়েছিলাম যেকোনো ভাবে নেইমার এবার আমাদের সঙ্গে খেলুক। এখনও আমরা সেটাই চাই। এখনও তার জন্য আমাদের দরজা খোলা আছে।

আরআইএস 

আরও সংবাদ