অস্ট্রেলিয়ার জয় থামিয়ে দিলো বৃষ্টি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৩:৪০ পিএম অস্ট্রেলিয়ার জয় থামিয়ে দিলো বৃষ্টি
বেরসিক বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ফটো : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জয় থামিয়ে দিলো বৃষ্টি সিডনিতে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ের পথেই এগিয়ে চলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বেরসিক বৃষ্টি তাদের সেই জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় হারের মুখ থেকে রক্ষা পায় পাকিস্তান।

রোববার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করতে নামে। আর তাতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ১০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। ফাখর জামান কোনো রান না করে সাজঘরে ফেরেন। হারিস সোহেল ৪ রানের বেশি করতে পারেননি।

তৃতীয় উইকেটে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ৬০ রানের জুটি গড়ে শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। যদিও রানের চাকাকে তারা গতিশীল করতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান ৩৩ বলে ৩১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। 

এরপর আসিফ আলী ১১ এবং ইমাদ ওয়াসিম রানের খাতা না খুলে প্যাভিলিয়নের পথ ধরলে পাকিস্তান বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। স্রোতের বিপরীতে ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৫৯ রানে অপরাজিত থাকেন বাবর আজম। বৃষ্টির কারণে খেলায় বাধা পড়লে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৭ রানে থাকা সফরকারীরা আর ব্যাটিং করতে পারেনি। 

অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে মিশেল স্টার্ক ও কেন রিচার্ডসন নেন ২টি করে উইকেট। একটি উইকেট লাভ করেন অ্যাশটন অ্যাগার।

বৃষ্টি আইনে জয়ের জন্য অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১১৯ রান। সেই পথে তারা ঝড়ো সূচনা পেয়েছিল। ৩.১ ওভারের তারা স্কোরবোর্ডের কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তুলে ফেলেছিল। কিন্তু আবারো বৃষ্টির কারণে দুই দলের খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়ে আশ্রয় নিতে হয়। সময়মতো বৃষ্টি না থামায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়।

ক্যাঙ্গারুদের অধিনায়ক ফিঞ্চ মাত্র ১৬ বলে করেন ৩৭ রান। ২ রানে ক্রিজে ছিলেন ডেভিড ওয়ার্নার। 

প্রায় সাড়ে তিন বছর পর পাকিস্তান দলে সুযোগ পাওয়াটা মোটেও কাজে লাগাতে পারেননি পেসার মোহাম্মদ ইরফান। ২ ওভার বোলিং করে তিনি রান দিয়েছেন ৩১।

আরআইএস  

আরও সংবাদ