লিটন-নাইমকে হারালেও ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৯:৫৭ পিএম লিটন-নাইমকে হারালেও ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ

 

লক্ষ্যেটা খুব একটা বড় নয়। ধুম ধাড়াক্কা ক্রিকেটের এই যুগে তো আরও নয়। প্রথম ইনিংসে ভারতকে আটকে রাখা গেছে ১৪৮ রানে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা যে মাহমুদুল্লাহ ভুল নেননি তাতেই খানিকটা বুঝা গেল। 

মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। দীপক চাহারের করা প্রথম ওভারের প্রথম বল থেকে ২ রান করার পর দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। পরের দুই বল থেকে আসে দুই সিঙেল। 

এরপর ঘটে বিপত্তি। লুকেশ রাহুলের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে ৪ বলে ৭ রান করে আউট হন তিনি। তার উইকেট হারানোর পর বেশ কিছুক্ষণ নড়বড়ে ছিলেন অভিষিক্ত নাইম শেখ। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয়টা সামাল দেন তিনি। তবে ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন তিনিও। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। 

এমএইচবি