ইনিংস ব্যবধানে জয় পেল ঢাকা বিভাগ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৫:২১ পিএম ইনিংস ব্যবধানে জয় পেল ঢাকা বিভাগ
সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত আর ইনিংস ব্যবধানের হারটা এড়াতে পারলো না রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগের কাছে ইনিংস ও ৪ রানের ব্যবধানে হেরে গেছে তারা। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে রাজশাহী অলআউট হয় ২৪১ রানে। এর আগে রাজশাহীর প্রথম ইনিংসে ২৩০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে ঢাকা। 

৩ উইকেটে ৭৭ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকে তারা। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ৫১ ও সাব্বির রহমান ৫৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। ফলে ইনিংস ও ৪ রানের জয় পায় ঢাকা। ঢাকা বিভাগের নাজমুল ইসলাম ও সাইফ হাসান ৩টি, সালাউদ্দিন শাকিল ২টি এবং শুভাগত হোম ও তাইবুর রহমান ১টি করে উইকেট নেন। ঢাকা বিভাগের শুভাগত হোম ম্যাচ সেরা নির্বাচিত হযেছেন।

এমএইচবি

আরও সংবাদ