৩০ বছর আগে শচীনের গড়া রেকর্ড ভাঙলেন ১৫ বছরের কিশোরী

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৫:৫৬ পিএম ৩০ বছর আগে শচীনের গড়া রেকর্ড ভাঙলেন ১৫ বছরের কিশোরী
বাঁ থেকে শেফালি ভার্মা ও শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

ক্রিকেটে ব্যাটিংয়ের যত রেকর্ড তার বেশির ভাগ দখলে আছে একজনের। তিনি কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। ব্যাট হাতে তিনি জন্ম দিয়েছে অসংখ্য রেকর্ড, ভেঙেছেনও। তবে এবার ৩০ বছর আগে করা তার একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তারই স্বদেশি ১৫ বছর বয়সের এক কিশোরী। 

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে ছিল শচীনের। ১৬ বছর ২১৪ দিন বয়সে টেস্ট হাফসেঞ্চুরি করেছিলেন লিটল মাস্টার। এবার তার রেকর্ড ভেঙে দিয়েছেন ১৫ বছরের শেফালি ভার্মা।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৯ বলে ৭৩ রানের এক ইনিংস খেলেন তিনি, যখন তার বয়স মাত্র ১৫ বছর ২৮৫ দিন। শেফালির মারকুটে এই ইনিংসে ভর করে ভারতের নারী দল জয় পেয়েছে এই ম্যাচে, ৮৪ রানের বড় ব্যবধানে তারা হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।

এমএইচবি