এসএ গেমস 

২ স্বর্ণপদকের প্রত্যাশায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৯:৪২ এএম ২ স্বর্ণপদকের প্রত্যাশায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন
রোমান সানার সাফল্যে এস এ গেমসে স্বর্ণপদক জয়ের প্রত্যাশায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ফটো : সংগৃহীত

নেপালে চলতি বছরের ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ত্রয়োদশ সাউথ এশিয়ান (এস এ) গেমসে আর্চারি ডিসিপ্লিন থেকে অন্তত ২টি স্বর্ণপদক জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর্চারদের পারফরম্যান্স আর কঠোর অনুশীলনই পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানিয়েছে ফেডারেশন।

আর্চারিতে বড় স্বপ্নের জাল বুনছে বাংলাদেশ, স্বপ্নের পরিধি এরই মধ্যে বিশ্ব আর্চারি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গোল্ডেন বয় রোমান সানা সরাসরি অলিম্পিকে অংশ নেয়া  নিশ্চিত করেছেন। রোমানের সাফল্যে উদ্বুদ্ধ আর্চারি ফেডারেশন। তবে তার আগের মিশন এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে আর্চারদের তীর-ধনুক। 

খেলোয়াড়দের পারফরম্যান্স যেমনই হোক না কেন; কোনো গেমস মানেই বহর আর কর্তাদের আনন্দ ভ্রমণ। কিছু ফেডারেশনের এই ন্যাক্কারজনক অতীত ইতিহাসের ঠিক বিপরীত অবস্থানে আর্চারি ফেডারেশন।

বৈশ্বিক আসরে পদকের রঙে চোখ ধাঁধানো ফেডরিক মার্টিনের শিষ্যদের পাশেই আছে ফেডারেশন। সুযোগ-সুবিধা নিশ্চিতের সঙ্গে সঙ্গে আর্চারি ফেডারেশন তীরন্দাজদের পারফরম্যান্স আর নিবেদনের ফলশ্রুতিতে পাওয়া সাফল্যের খাতা খুলে বসে আছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, গেমস থেকে পদক আনার জন্যই আমরা যেতে চাই। ফেডারেশনের প্রচেষ্টা আর খেলোয়াড়দের চেষ্টাতেই আর্চারির আজকের এই অবস্থান। আগামীর রোমান সানা হতে পাইপলাইনের আর্চাররাও প্রস্তুত হচ্ছে। আমাদের সহায়তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


এদিকে, আগামী তিন বছরের জন্য আবারও আর্চারির পাশে থাকবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তীর। অগ্রযাত্রায় সঙ্গী হয়ে প্রেরণা যোগাতে চায় লাল-সবুজের তীরন্দাজদের। 

আরআইএস 

আরও সংবাদ