নেইমারের মাঠে নামার দিনে পিএসজির জয়

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ১০:৪০ এএম নেইমারের মাঠে নামার দিনে পিএসজির জয়
অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করার পর তাকে ঘিরে সতীর্থদের উচ্ছাস। ফটো : বিএফএন টুডে

ফ্রেঞ্চ লীগ ওয়ানে লিলের বিপক্ষে ২-০ গোলে গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এই ম্যাচের মধ্য দিয়েই হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে ৬ সপ্তাহ পর মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলের লিড পেয়ে যায় টমাস টুখেলের দল। 

ম্যাচের ১৭ মিনিটের মাথায় ইদ্রিসা গেয়ির ক্রসে বল আদায় করে গোলমুখ থেকে বাঁ পায়ের কিকে লক্ষ্যভেদ করে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। ইন্টার মিলান থেকে এ মৌসুমে ধারে পিএসজিতে আসা ইকার্দি এই নিয়ে লীগ ওয়ানে ৬ গোলের মালিক হলেন। চ্যাম্পিয়ন্স লীগের চলতি মৌসুমে ইতোমধ্যে তিনি ৪ গোল করেছেন।

এরপর খেলার ৩১ মিনিটের সময় জুলিয়ান ড্রাক্সলারের পাসে বল পেয়ে ডান প্রান্ত থেকে ডি বক্সের ভেতর প্রবেশ করে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। এই গোলের ফলে লীগ ওয়ানে ডি মারিয়ার গোল সংখ্যা এখন ৬।  

বিরতির পর ৬৫ মিনিটে ইনজুরি থেকে ফেরা নেইমার ছন্দে না থাকায় তার বদলে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে পিএসজি আর গোল বাড়াতে পারেনি।

এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই। ১৪ ম্যাচ খেলা লিলের পয়েন্ট ১৯।

আরআইএস 
 

আরও সংবাদ