বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের বড় অভাব : আজহারউদ্দিন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ১১:৪১ এএম বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের বড় অভাব : আজহারউদ্দিন 
ইডেন টেস্ট দেখার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আজহারউদ্দিন। ফটো : যমুনা টিভি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য এবং বড় ইনিংস খেলার সামর্থ্যের ঘাটটির কারণে টেস্ট ক্রিকেটে ধুঁকছে বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে আসা আজহারউদ্দিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিভার অভাব নেই। টেস্টে ভালো করতে বিশ্ব মানের কোচ আর সঠিক দিক-নির্দেশনা প্রয়োজন।

তিনি আরও বলেন, টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সের আরেক কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতি। এমন একজন সিনিয়র ক্রিকেটার না থাকার প্রভাব দলে ভালো মতোই পড়ে। 

আরআইএস 
 

আরও সংবাদ