ইডেন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ফিফটি তুলে নেয়া আজিঙ্কা রাহানের উইকেট তুলে নিয়েছেন নাঈম হাসানের ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নামা তাইজুল ইসলাম।
এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৫৭ রান। নিজের ২৭তম টেস্ট সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি ১০২ এবং রবীন্দ্র জাদেজা ৮ রানে এখন ব্যাট করছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা মাত্র ১০৬ রানের জবাবে ব্যাট করতে থাকা ভারতের লিড এখন ১৫২ রান, হাতে আছে এখনো ৬ উইকেট।
চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন বিরাট-রাহানে জুটি। দলীয় ২৩৬ রানের মাথায় তাইজুলের করা স্টাম্পের বাইরে করা শর্ট বলে রাহানে কাট শট মারেন। কিন্তু টাইমিং ঠিক না থাকায় এবং গ্যাপ না পাওয়ার বল চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবাদত হোসেনের হাতে। তাতে ৫১ রান করে রাহানে ফিরে যান।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিনের খেলা শুরু করে।
আরআইএস