দলের অন্যতম সেরা তো বটেই। টেস্ট ব্যাটসম্যান হিসেবে মুমিনুলকে অনেকে রাখেন সবার চেয়ে সেরা হিসেবেই। তার যথার্থতাও মুমিনুল প্রমাণ করেছেন বেশ কয়েক বার। মাঠ ও মাঠের বাইরে শান্ত থাকা মুমিনুল প্রশংসা কুড়ান সর্বত্রই। ব্যাট হাতে তার পারফরম্যান্স ও ঠাণ্ডা স্বভাবই মূলত সাকিবের অনুপস্থিতিতে টেস্ট নেতৃত্বটা এনে দিয়েছিল তার হাতে। যেখানে অধিনায়ক হিসেবে তো নয়ই, কেবল ব্যাটসম্যান হিসেবেও ব্যর্থ এই ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে গোলাপি বলে তো বাজে এক রেকর্ডই গড়ে ফেলেছেন মুমিনুল। টেস্টের দুই ইনিংসেই ডাক মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। যাকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয় ‘পেয়ার’। যদিও তিনিই প্রথম বাংলাদেশি অধিনায়ক নন। তার আগেও এই রেকর্ড ছুঁয়েছেন হাবিবুল বাশার সুমন। ২০০৪ সালে হারারে টেস্টে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে দুই ইনিংসেই ডাক মারেন এই ব্যাটসম্যান।
এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে মোট ৫৬৮ জন ক্রিকেটার দুই ইনিংসেই ডাক মেরেছেন।
এমএইচবি/এসএমএম