অস্ট্রেলিয়ার মাটিতে চলমান ব্রিজবেন টেস্টে অভিষেক হয়েছে তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহের অভিষেক হয়েছে। ক্রিকেটের রেকর্ড বুক বলছে, গত ২১ নভেম্বর টেস্ট ক্যাপ পাওয়া নাসিম শাহের বয়স ছিল ১৬ বছর ২৭৯ দিন। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে তার টেস্ট অভিষেক হয়।
কিন্তু নাসিম শাহের বয়স নিয়েই এবার উঠছে প্রশ্ন। আর প্রশ্নটা তুলে দিয়েছেন পাকিস্তানের সাংবাদিক সাজ সিদ্দিক। নাসিরের অভিষেক হওয়ার পর সিদ্দিকের একটি পুরনো টুইট উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
সাজ সিদ্দিক সেই টুইট করেছিলেন ২০১৮ সালের ১ ডিসেম্বর। সেদিন তিনি নিজের টুইটারে লিখেছিলেন, ‘১৭ বছরের তরুণ বোলার নাসিম শাহ, যাকে পাকিস্তান সুপার লীগে কোয়েটা গ্ল্যাডিয়েটর সই করিয়েছে, তার পিঠে চোট আছে। যদিও সে অনুশীলন করছে। আশা করা যায়, পিএসএল-৪ শুরু হওয়ার আগে ও সুস্থ হয়ে উঠবে।’
এই পোস্ট দেখেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে, ২০১৮ সালে যার বয়স ১৭ ছিল, ২০১৯ সালে এসে তার বয়স ১৬ কীভাবে হয়ে গেল? সাজ সিদ্দিকের টুইট নিজের ওয়ালে পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও।
অস্ট্রেলিয়া পৌঁছানোর পরই মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলেন নাসিম শাহ। তবে পরিবারের সঙ্গে কথা বলে পাকিস্তানে আর ফেরেননি তিনি। জাতীয় দলের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়াতেই থেকে যান। এরপর অভিষেক টেস্টে মাঠে নামার দুইদিন পরই বয়স কমানোর প্রশ্ন উঠে নাসিমের বিরুদ্ধে।
এর আগেও এমনটা হয়েছে পাক ক্রিকেটে। শহীদ আফ্রিদির যখন অভিষেক হয়েছিল তখন সবাই জানতেন তার বয়স ১৬ বছর। কিন্তু আফ্রিদির লেখা আত্মজীবনীমূলক বই গেম চেঞ্জার এ তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে অভিষেকের সময় তার বয়স ছিল ১৯ বছর। নাসিমের ক্ষেত্রেও এখন একই বিষয় পরিলক্ষিত হচ্ছে।
আরআইএস