হতাশার টেস্ট সিরিজ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের চার ক্রিকেটার। বাকিরা ক্রিকেটাররা আগের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ফিরবেন।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় ফেরেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেন।
পুরো সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সিরিজজুড়ে সিনিয়র এবং জুনিয়র ব্যাটসম্যানদের ব্যার্থতা ছিল চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর ইন্দোর এবং ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচ শেষ হয়েছে তিনদিনে। হতাশার সিরিজ শেষে তাই দেশে ফিরতে চার ক্রিকেটার আর দেরি করেননি। দুপুরে খেলা শেষ করে রাতের প্লেনেই বাড়ি ফিরেছেন।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানান, বলেন ভুলে যেতে চান ভারত সফরের ক্ষত। ভুল-ত্রুটি শুধরে ভবিষ্যতের দিকে তাকাতে চান।
তিনি বলেন, যখন কোনো সিরিজে খারাপ খেলা হয় তখন সবারই মনক্ষুণ্ণ হয়। সিরিজটিতে আমরা যে ভুলগুলো করেছি, সেখান থেকে আমরা যা শিখেছি, সেটা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। সেই শিক্ষাটাই আমাদের নেয়া উচিত।
আরআইএস