ঐতিহাসিক ইডেন টেস্টে বাংলাদেশ দলের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার জন্য ক্রিকেটারদের একাগ্রতা আর সাহসিকতার অভাবকেই দায়ী করেছেন সৌরভ গাঙ্গুলী। আড়াই দিনের কম সময়ে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় হতাশ বিসিসিআই সভাপতি।
বাংলাদেশের লজ্জার হারে সমালোচনার ঝড় মাঠ থেকে মাঠের বাইরে, ভারত থেকে বাংলাদেশে। কাঠগড়ায় ব্যাটসম্যানদের ফর্মহীনতা। স্কিলের থেকেও সৌরভের চোখে ধরা পড়েছে টাইগার ক্রিকেটারদের মানসিকতার সমস্যা।
ম্যাচ শেষের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়েছিল টেস্ট ক্রিকেটে মানিয়ে নেয়ার জন্য বাংলাদেশকে কী করতে হবে? জবাবে তিনি বলেন, সেই বিষয়ে তাদের কোচ (রাসেল ডমিঙ্গো) সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি মনে করি একটু একাগ্রতা বেশি দরকার, সাহস বেশি দরকার।
টেস্ট ক্রিকেটই ক্রিকেটের সেরা ফরম্যাট। দ্রুতগতির বল খেলার জন্য তাদের একটু সাহস লাগবে। ওয়ানডে, টি-টোয়েন্টি ভালো খেলে। একটু জোরে বল (পেস) খেলার জন্য সাহস। সামর্থ্য আছে, স্কিল আছে। কেউ দেখে বলবে না মুশফিক, মাহামুদউল্লাহ, তামিম, সাকিবের সামর্থ্য নাই। মুস্তাফিজের সামর্থ্য আছে। বিরাট কোহলি যখন ব্যাট করে, তখন মনে হয় এভরি বল ইজ লাইফ এন্ড ডেথ। বাংলাদেশ আশা করি ভালো খেলবে।
ইডেন টেস্ট শুরুর আগেই ৪ দিনের টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। তাই দর্শকদের আক্ষেপ তাকে ছুঁয়ে গেছে। তিনি বলেন, খেলাটা যদি ৪ দিনে যেতো তাহলে ভালো হতো। কিন্তু হবে ভবিষ্যতে।
আরআইএস