পাকিস্তানের নিরাপত্তা ছিল সন্তোষজনক : পাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০৭:০৬ পিএম পাকিস্তানের নিরাপত্তা ছিল সন্তোষজনক : পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

মাত্রই শেষ হয়েছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে রীতিমতো ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে গোলাপি বল নিয়ে যত আয়োজন সব কিছুতেই জল ঢেলে দিয়ে ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছে দুই দিনের একটু বেশি সময়ে। 

তবে তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আলোচনায় চলে এসেছে নতুন ইস্যু। আগামী জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন-টোয়েন্টি ও দুই টেস্ট খেলার কথা বাংলাদেশের। পিসিবি চায়, বাংলাদেশ খেলতে যাক পাকিস্তানে। নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। 

বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ভারত সফর থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান সফর নির্ভর করছে বাংলাদেশের পর্যবেক্ষক দলের লিখিত রিপোর্টের ওপর। মাঝে নারী দল ও অনুর্ধ্ব-১৬ দলের পাকিস্তান সফরে নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক। কিন্তু জাতীয় দলের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ এবং আরো বড়। কাজেই আমরা পর্যবেক্ষক দল পাঠাবো। এরপর তাদের রিপোর্টের ওপর অনেক কিছু নির্ভর করবে।’

এমএইচবি

আরও সংবাদ