ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো প্রাপ্য সম্মান পাইনি: গেইল

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০৯:২২ পিএম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো প্রাপ্য সম্মান পাইনি: গেইল
ক্রিস গেইল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির ফেরিওয়ালা ভাবা হয় তাকে। পুরো বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে দর্শকদের বিনোদিত করে চলেন ক্রিস গেইল। তার চার-ছক্কার ফুলঝুঁড়িতে উল্লাসে মাতেন দর্শকরা। তবে সাম্প্রতিক সময়ে খুব একটা কথা বলছে না গেইলের ব্যাট।

দক্ষিণ আফ্রিকার লীগ মানজি সুপার লীগে জজি স্টারসের জার্সিতে খেলছেন তিনি। যেখানে ব্যাট হাতে ছয় ইনিংসে তার রান ১০১। আসরের সবগুলো ম্যাচে হেরে বিদায় নেয়া অনেকটা নিশ্চিত হয়েছে তার দলেরও। ওই লীগ থেকে এখনই বিদায় নিতে চান গেইল। 

তার আগে শুনালেন নিজের অভিমানের কথা, তিনি বলেন,‘দুই অথবা তিনটি ম্যাচে ক্রিস গেইল রান করতে না পারলে সবাই আমাকে দলের বোঝা মনে করে। আমি এই দলটির কথাই শুধু বলছি না, বছরের পর বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে খেলার সুবাদে আমার এই উপলব্ধি হয়েছে। ক্রিস গেইল দলের বাড়তি বোঝা যখন সে দুই, তিন কিংবা চার ম্যাচে রান করতে পারে না। অনেক কথাই কানে আসে। আমি কখনই সম্মান পাইনি। মানুষ কখনই মনে রাখে না তাদের জন্য আপনি কী করেছেন। আমি কোনো সম্মান পাইনি।’

গেইল আরও জানান, ‘আমি এই ফ্রাঞ্চাইজির কথা বলছি না। আমি সাধারণভাবে সবার কথাই বলছি। একবার ক্রিস গেইল ব্যর্থ হলে তার ক্যারিয়ারের শেষটা সবাই দেখে ফেলেন। বলতে থাকেন তার দেওয়ার আর কিছুই নেই, সে ভালো না, সে দলের সবথেকে খারাপ খেলোয়াড়, আরও কত কী। আমি স্বাভাবিকভাবেই এগুলো পেরিয়ে এসেছি। এখনও এগুলোই পেয়ে থাকি, আর এগুলো নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে।’

এমএইচবি

আরও সংবাদ