ইডেনে বাংলাদেশ দলের ম্যানেজার তপনকে আকসুর তলব

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ১১:৩২ এএম ইডেনে বাংলাদেশ দলের ম্যানেজার তপনকে আকসুর তলব
ইডেন টেস্টে বাংলাদেশ দলের স্থানীয় ম্যানেজারের দায়িত্ব পালন করেন তপন চাকি। ফটো : যমুনা টিভি

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে টাইগারদের স্থানীয় ম্যানেজার তপন চাকিকে শুনানির জন্য তলব করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যান্টি করাপশন ইউনিট। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)। 

তপন চাকির বিরুদ্ধে অভিযোগ, ম্যাচ চলাকালীন সময়ে তিনি বাংলাদেশ দলের ড্রেসিং রুমে তিনি মোবাইল ব্যবহার করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ড্রেসিং রুমে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। তাই নিয়ম অনুযায়ী আইন ভঙ্গকারীর জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান।

অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, অচিরেই শুনানির জন্য তপন চাকিকে তলব করা হবে। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।

বিষয়টি নিয়ে তপন চাকিকে প্রশ্ন করা হয়েছিল- আপনার বিরুদ্ধে আকসুর একটি অভিযোগ আছে, আপনি ড়্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করেছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? 

তবে আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙ্গার বিষয়টি এড়িয়ে গিয়ে তপন চাকি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

সূত্র : যমুনা টিভি 

আরআইএস 
 

আরও সংবাদ