পুরো বিশ্বজুড়েই এখন রয়েছে ভারতীয় ক্রিকেটারদের চাহিদা। যদিও আইপিএলের ছাড়া আর কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লীগে অংশ নেয়ার অনুমতি পান না তারা। বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিতো বটেই, জাতীয় দলের আশে পাশে থাকা ক্রিকেটারদেরও দেখা যায় না ভিনদেশি ক্রিকেটে।
তবে এবারের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের চেয়েছিল বিসিবি। যদিও তা সম্ভব হয়নি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লীগে না পেলেও ধোনি কোহলিসহ সাত ক্রিকেটারকে চেয়েছে বাংলাদেশ। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ।
যার থেকে বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এ বছরের শেষেই বঙ্গবন্ধুর নামে আয়োজিত হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। এরপর আগামী বছরও এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা জানিয়েছে বিসিবি।
যেখানে এশিয়া একাদশের হয়ে খেলতে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিসহ মোট সাতজন ভারতীয় ক্রিকেটারকে চেয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা এই সাত ক্রিকেটারকে এশিয়া একাদশের হয়ে খেলাতে চায় বিসিবি।
বিসিবি সিইও বলেন, ‘এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য বিসিসিআইসহ এশিয়া অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যাতে সে দুই ম্যাচের জন্য খেলোয়াড়দের অনুমতি দেয়।’
এমএইচবি