টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি মুশফিকুর রহিম ও লিটন দাসের

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৬:৫৪ পিএম টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি মুশফিকুর রহিম ও লিটন দাসের
লিটন দাস ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। একমাত্র মুশফিকুর রহিম ছাড়া প্রায় সব ব্যাটসম্যানই হয়েছেন ব্যর্থ। প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ ইনিংসের পর ইডেন শেষ ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতী ম্যাচে খেলেছেন ৭৪ রানের ইনিংস।

ভালো খেলার পুরস্কারও পেয়েছেন মুশফিক, এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটনও। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৩৫তম ব্যাটসম্যান হিসেবে সিরিজ শুরু করা মুশফিকের সিরিজ শেষে অবস্থান ২৬। অন্যদিকে লিটন এগিয়েছেন ১৪ ধাপ।

ইডেন টেস্টে প্রথম ইনিংস আঘাত পেয়ে মাঠ ছাড়লেও র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন তিনি। ইনজুরড হয়ে মাঠ ছাড়ার আগে লিটন খেলেছিলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। এছাড়া প্রথম টেস্ট শেষে লিটন এগিয়েছিলেন ৬ ধাপ। ৯২ নম্বর অবস্থানে থেকে সিরিজ শুরু করা লিটনের বর্তমান অবস্থান এখন ৭৮ নম্বর। এ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৪১৭। এছাড়া বাকিদের মধ্যে তামিম ২৭, মাহমুদউল্লাহ ৪৪ ও সৌম্য সরকার ৭৩ নম্বর অবস্থানে রয়েছে।

বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। তবে তাদের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। তাইজুল ২৩ আর মিরাজ ২৪তম অবস্থানে। মিরাজ আবার অলরাউন্ডার র‌্যাংকিংয়েও ১৪ নম্বরে।

এমএইচবি

আরও সংবাদ