অবিশ্বাস্য এক গোল। এই এক বাক্যে পাওলো দিবালার গোলকে বিশেষায়িত করা সম্ভব নয়। অ্যাতেলেটিকো মাদ্রিদের বিপক্ষে যে গোলটি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার তা নিশ্চিতভাবেই যারা দেখেছেন তাদের চোখে লেগে থাকবে অনেক দিন। তার ওই একমাত্র গোলেই স্প্যানিশ ক্লাবকে হারিয়ে জিতেছে তুরিনে ওল্ড লেডিরা।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান মাউরিসিও সারি। কিন্তু প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিলেন তিনি। বল দখলে আধিপত্য থাকলেও স্বাগতিকদের খেলায়ও ছন্দের অভাব ছিল স্পষ্ট। কিন্তু দিবালার ওই এক গোলেই সব পাল্টে গেল।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের ডান দিকে একেবারে টাচলাইনের কাছ থেকে ফ্রি-কিক পেয়েছিল জুভেন্টাস। অমন জায়গা থেকে কেউ গোল করতে পারেন তা হয়তো দুই দলের কেউই ভাবেননি। কিক নেওয়ার আগে মুচকি হাসি দিয়ে যেন কিছুটা রহস্য করে নিলেন দিবালা। কিন্তু রাইট উইং থেকে নেওয়া তার বাঁকানো ফ্রি-কিক যে প্রতিপক্ষের ডিফেন্সের সবাইকে বোকা বানিয়ে দূরের পোস্ট খুঁজে নেয়। নিশ্চিতভাবেই এই গোলের পর কিছুক্ষণ থমকে ছিলেন সবাই।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করা তো দূর, কোনো জোরালো আক্রমনও সাজাতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ বাঁশি বাজার ঠিক আগে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ নষ্ট করেন অ্যাতলেতিকোর মোরাতা। শেষে আর গোল না হওয়ায় এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন জুভেন্টাস।
এমএইচবি