ভিসার মেয়াদ না থাকায় কলকাতায় আটকে গেছেন সাইফ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ১১:৪৯ এএম ভিসার মেয়াদ না থাকায় কলকাতায় আটকে গেছেন সাইফ
সাইফ হাসান। ফাইল ছবি

ছিলেন নিজের স্বপ্ন পূরণের অপেক্ষায়। জাতীয় দলে খেলার যে ইচ্ছাটা এতো দিন তীব্রভাবে ছিল মনে। তা পূরণ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। কিন্তু ইনজুরি তার ওই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ইন্দোর টেস্টে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি।

এরপর সেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান কলকাতা টেস্ট শুরুর আগেই। ওই টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনের শুরুতেই। ক্রিকেটাররা প্রায় সবাই দেশেও ফিরে এসেছেন। তবে ফিরতে পারেননি সাইফ। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফিরতে পারছেন না তরুন এই ওপেনার।  

এ নিয়ে সাইফ বলেন, ‘আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ২৪ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাচ্ছিলাম ২৫ তারিখ। বুধবার চলে যাব ইনশাআল্লাহ। আশা করছি, হয়ে যাবে, কাল দুপুরে জানিয়ে দেবে (হাইকমিশন)।’

বিসিবি একাদশের হয়ে বিদর্ভের বিপক্ষে গেল জুন মাসে ভারতে খেলতে এসেছিলেন তিনি, তখনই ভিসা করা হয় তার। এবার জাতীয় দলের হয়ে ভারত সফরের শেষ দিকে তার সেই ভিসার মেয়াদ যে ফুরিয়ে যাচ্ছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কেউই তা নজরে আনেননি।

এমএইচবি

আরও সংবাদ