বার্সা ছাড়ছেন মেসি, উত্তরসূরি হিসেবে চান নেইমারকে!

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০৩:০৯ পিএম বার্সা ছাড়ছেন মেসি, উত্তরসূরি হিসেবে চান নেইমারকে!
নেইমার ও মেসি। ছবি : সংগৃহীত

আগামী মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা হারাতে যাচ্ছে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকাকে। ন্যু ক্যাম্পে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন বর্তমানকালের মতান্তরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকা ফুটবলার আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনাল মেসি। বুধবার (২৭ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা দ্য সান প্রকাশিত এক সংবাদে জোর দিয়েই দাবি করা হয়েছি বিষয়টি।


প্রকাশিত খবরের তথ্য মতে, আগামী মৌসুমই হতে যাচ্ছে বার্সার হয়ে মেসির ক্যারিয়ারের যবনিকা পর্ব। আর তাই নিজের স্থলে যোগ্য উত্তরসূরী হিসেবে ন্যু ক্যাম্পে নেইমারকে ফিরিয়ে আনতে মরিয়া তিনি।

ফ্রেঞ্চ ফুটবল সূত্রের বরাতে দ্য সান জানায়, সাবেক বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে পিএসজি ছেড়ে ক্যাম্প ন্যু তে ফিরে যাওয়ার ব্যাপারে বারংবার তাগাদা দিচ্ছেন মেসি। এরইমধ্যে নেইমারকে পাঠনো এক হোয়াটস অ্যাপ মেসেজে তিনি জানিয়েছেন, পরবর্তী মৌসুমে নিজের বার্সা ক্যারিয়ারে সমাপ্তি টানতে যাচ্ছেন তিনি। আর সেক্ষেত্রে নিজের যোগ্য উত্তরসূরী হিসেবে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি তুলে দিতে চান নেইমারের হাতে।

এ প্রসঙ্গে ফরাসি ক্রীড়া ম্যাগাজিন দ্য স্পোর্টস আউটলেটকে দেয়া এক সাক্ষাতকারে মেসির সাবেক ক্লাব সতীর্থ ও বর্তমান বার্সার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল জানান, ২০২০/২১ মৌসুমে বার্সার সঙ্গে লিওর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে তা বর্ধিত করা হবে কিনা তা একান্তই মেসির ব্যাপার। কিন্তু বার্সা অবশ্যই চায় সে আরো অনেকদিন ক্লাবের হয়ে মাঠে নামুক। মেসি একজনই। আর সে অনন্য একজন ফুটবল তারকা যার কোনো বিকল্প হতে পারে না।'

সম্প্রতি নেইমারকে বার্সায় ফিরিয়ে আনতে লিওনেল মেসির ঐকান্তিক প্রচেষ্টার কথা সকলেরই জানা। তবে এর কারণ যদি বার্সায় নিজের ক্যারির সমাপ্তিই হয়ে থাকে তাহলে আগামী মৌসুমেই শেষ বারের মত কাতালানদের হয়ে বলে যাদুর ছোয়া দিতে দেখা যাবে মেসিকে। তবে ফুটবলবোদ্ধাদের এক পক্ষের ধারনা, সবকিছু একপাশে ঠেলে সম্ভবত জীবনের শেষ কোপা এবং কাতারে ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপেই মনপ্রাণ সপে দিতে চান আর্জেন্টাইন এই ফুটবল বিস্ময়। ফুটবলের কাছ থেকে এই দুইটি রুপালী আর সোনালী স্বপ্নের স্বার্থকতা ছাড়া বাকি সবই জিতে নিয়েছেন মেসি। এবার কি তবে সত্যিই নিজের শেষটুকু নিঙড়ে দিয়ে মাতৃভূমির ঋণশোধ করতে মরিয়া লিও?

এমএইচবি

আরও সংবাদ