ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার ক্ষত এখনো দগদগে। এরমধ্যেই বেজে উঠেছে বিপিএলের বাজনা। সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের ফিটনেসটাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে বোর্ডের জন্য। এরমধ্যে পারিবারিক কারণ দেখিয়েও ছুটি নিচ্ছেন ক্রিকেটাররা।
এসব নিয়েই ক্ষোভ ঝেড়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে বিপিএল এলেই কারো কোনো সমস্যা থাকে না। তিনি বলেন,‘বিপিএলের সময় কারো ছুটির দরকার হয় না। কারো চিকিৎসারও দরকার হয় না। অন্য সময়ে অনেকের চিকিৎসার প্রয়োজন হয়। অনেকের অনেক কিছুর প্রয়োজন হয়। বিপিএল এলে একদিক থেকে নিশ্চিন্ত থাকি। কারণ এই আসরের সময় কারো কোনো পারিবারিক সমস্যা বা অন্য সমস্যা হয় না। ছুটিও লাগে না।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তির ওপর অনেকখানি সাফল্য নির্ভর করে। আপনাকে সব কিছুই দেয়া হবে। কিন্তু নিজে যদি নিজের দায়িত্ব না নেন, তাহলে বড় খেলোয়াড় হতে পারবেন না। নিয়মিত ট্রেনিং হচ্ছে, ডায়েট চার্টও দেয়া হচ্ছে। কিন্তু বাইরে গিয়ে খেলেন ফ্রাইড চিকেন।’
এমএইচবি