আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা সাউথ এশিয়ান (এস এ) গেমস। এবারের এসএ গেমস উপলক্ষে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করবেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে তায়কায়োন্দোর অনুশীলন পরিদর্শনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এসএ গেমসে পদকজয়ী অ্যাথলেটদের জন্য আর্থিক পুরষ্কার দেবে সরকার। আজকের মতবিনিময় সভায় তিনি এ বিষয়টি ঘোষণা করবেন ।
গেমসে ২৭ ডিসিপ্লিনে ৩২৪ স্বর্ণপদকের জন্য লড়বেন ৭ দেশের অ্যাথলেটরা। রৌপ্য-ব্রোঞ্জ মিলে মোট পদক সংখ্যা ১ হাজার ১৩৫।
সবচেয়ে বেশি স্বর্ণপদক থাকছে সাঁতারে ৩৮টি। অ্যাথলেটিক্সে ৩৬টি, তায়কোয়ান্দোতে ২৯টি, উশুতে ২২টি এবং ভারোত্তলন, শ্যুটিং, কুস্তিতে ২০টি স্বর্ণপদক থাকছে।
এবারের গেমসে বাংলাদেশ থেকে অংশ নেবে ৬০০ জন অ্যাথলেট। স্বাগতিক নেপালের ৬৪৮ জন, শ্রীলঙ্কার ৬২২ জন এবং ভারত ৪৬১ জন অ্যাথলেট এসএ গেমসে অংশ নিতে চলেছে।
বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টিতে। প্যারাগ্লাইডিং ও ট্রায়াথলনে থাকছে না লাল-সবুজরা। ক্রিকেট, কাবাডি, আর্চ্যারি, কুস্তি, গলফ, কারাতে, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, প্যারাগ্লাইডিংয়ে থাকছে না ভারত।
আরআইএস