কেবল ভারত নয়, অন্য দেশের তারকাদেরও চায় বিসিবি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ০২:২৭ পিএম কেবল ভারত নয়, অন্য দেশের তারকাদেরও চায় বিসিবি
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

কয়েক দিন আগেই খবর বেরিয়েছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচে খেলতে সাত ভারতীয় ক্রিকেটারকে চায় বিসিবি। তবে কেবল ভারতই নয়, অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদেরও বিসিবি এই ম্যাচে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, ‘আমরা যে শুধু ভারত থেকেই তারকা ক্রিকেটার আনার চেষ্টা করছি, তা নয়। আপনারা জানেন যে বড় তারকা ক্রিকেটারদের নিয়ে দুটো ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। কাজেই শুধু ভারত নয়, আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব অন্য দেশ থেকেও তারকা ক্রিকেটার আনতে। সে প্রেক্ষিতে আমরা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করেছি।’

বিসিবি সিইও আরও বলেন, ‘ভারত না অধিকাংশ দেশের সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা চেষ্টা করছি যত বেশি হাই প্রোফাইল প্লেয়ারদের এই ম্যাচগুলোর জন্য অন্তর্ভুক্ত করানো যায়।’

ভারতীয় সাত ক্রিকেটার খেলবেন কি না কিংবা অন্য দেশেরই বা কারা খেলতে আসবেন, এমন প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, ‘কনফার্মেশন আসলে এখনও আসেনি। সেটা নির্ভর করবে দলগুলোর সিরিজসূচি এবং কোন বোর্ড কাকে পাঠাবে?- সেই ক্রিকেটার নির্বাচন করার ওপর। সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত হবে। আমরা চেষ্টা করবো এশিয়া একাদশের জন্য এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ করছি। বিশ্ব একাদশ যেটা হবে, সে ব্যাপারেও আমরা বিভিন্ন দেশগুলোর সাথে যোগাযোগ করছি।’

এমএইচবি

আরও সংবাদ