আগামী ডিসেম্বরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে আগেই সম্মতি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার সেই সফরকে সামনে রেখে এসএলসি ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার স্কোয়াডে আছেন প্রথম সারির ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, দিমুথ করুণারাত্নে এবং সুরঙ্গা লাকমল।
২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অদূরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তারপর থেকেই আর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ সেভাবে দেখা যায়নি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে স্বল্প সময়ে দুয়েকটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ খেলাতে পারলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর কোনো দলকে ঘরের মাটিতে ক্রিকেট খেলার জন্য আনতে পারেনি। এই ১০ বছর পাকিস্তানের মাটিতে হয়নি কোনো টেস্ট। অবশেষে সেই শ্রীলঙ্কাকে দিয়েই মর্যাদার টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানের মাটিতে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১১-১৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ১৯-২৩ ডিসেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।
শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুণারাত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কুশাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এমবুলডেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লক্ষণ সান্দাকান।
আরআইএস