চোট কাটিয়ে মাঠে ফিরছেন রিয়াদ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ১০:১৪ এএম চোট কাটিয়ে মাঠে ফিরছেন রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ। ফাইল ছবি

কলকাতার ইডেন গার্ডেনে লজ্জার এক পরাজয়ের শঙ্কায় তখন বাংলাদেশ। এমন সময়ই মুশফিকুর রহিমের সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুই জন মিলে যখন সম্ভাবনা তৈরি করছেন শক্ত একটা অবস্থানের, তখনই চোটে পড়ে যান রিয়াদ। ইডেনে এড়ানো যায়নি ইনিংস হারও। 

ওই চোট মাঠ থেকে অনেক দিনের জন্যই মাঠের বাইরে ছিটকে দেয় রিয়াদকে। এরমধ্যেই তাকে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু উদ্বোধনী ম্যাচে টস করতে নামতে পারেননি তিনি। এরপর খেলতে পারেননি আরও এক ম্যাচ। 

তবে তৃতীয় ম্যাচেই ফিরছেন রিয়াদ। শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। এ ম্যাচের মধ্য দিয়েই এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাভাবিকভাবেই অধিনায়কত্বও করবেন তিনি। আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ৫ উইকেটের দারুণ জয় পেলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরেছে চট্টগ্রাম।

এমএইচবি