পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার লিড ৪১৭ রান 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০৯:২৬ পিএম পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার লিড ৪১৭ রান 
নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। ফটো : ক্রিকইনফো

নিউজিল্যান্ডকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পার্থে চলমান দিবারাত্রির টেস্টের তৃতীয় দিন শেষ অস্ট্রেলিয়া করেছে ৬ উইকেটে ১৬৭ রান। কিউইদের বিপক্ষে ৪১৭ রানে এগিয়ে অজিরা। 

শনিবার (১৪ ডিসেম্বর) স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৪১৬ রানের জবাবে ৫ উইকেটে ১০৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৮০ রান করে আউট হন অভিজ্ঞ রস টেলর। বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার ও টিম সাউদিরা ব্যাটিং দৃঢ়তা দেখাতে ব্যর্থ হলে মাত্র ১৬৬ রানেই অলআউট হয় ব্ল্যাক ক্যাপসরা। 

২৫০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। জো বার্নস ও মার্নারস লাবুসচাগন দ্বিতীয় উইকেটে গড়েন ৮৭ রানের জুটি। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। বার্নস ৫৩ আর লাবুসচাগন আউট হয়েছেন ৫০ করে। 

এরপর সাউদি, ওয়াগনারের বোলিং তোপে ২৯ রানের মধ্যে ফেরেন ৫ অজি ব্যাটসম্যান। ১৯ ওভার বল করে ৬৩ রান দিয়ে সাউদি নিয়েছেন ৪ উইকেট।

আরআইএস 


 

আরও সংবাদ