মৌসুমজুড়ে দুর্দান্ত খেলে যাওয়া ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও রেকর্ড গড়া ম্যাচে লীগ ওয়ানে সেইন্ট-এতিয়েন্নের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। পিএসজির জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৭০টি। গত অর্ধশতকে লীগ ওয়ানে এত দ্রুত এই মাইলফলক আর কেউ স্পর্শ করতে পারেননি।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে সেইন্ট-এতিয়েন্নের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ এক ভলিতে গোল করে পিএসজিকে লিড এনে দেন লেয়ান্দ্রো পারেদেস। দুই মিনিট পর এমবাপ্পে বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এমনটি না হলে ম্যাচে তিনি হ্যাটট্রিক পেয়ে যেতেন।
ম্যাচের ২৫ মিনিটে পারেদেসকে বাজে ট্যাকেল করায় সরাসরি লাল কার্ড দেখে মিডফিল্ডার জেয়ান এউডেস সেইন্ট-এতিয়েন্নে ১০ জনের দলে পরিণত হয়। ৪৩ মিনিটে নেইমারের থ্রু বল ধরে ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
বিরতির পর ডি বক্সের ভেতর নেইমারকে ফাউল করেন ম্যাথিউ দেবুশি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ৬২ মিনিটে নেইমারের নেয়া স্পট কিক বারপোস্টে লেগে ফিরে আসে।
৭২ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ভলিতে বল জালে জড়ান চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ১৪ ম্যাচে এটি তার ১৩তম গোল।
খেলার ৮৯ মিনিটে নেইমারের থ্রু থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে লীগে এটি তার নবম গোল।
১৭ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।
আরআইএস