১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ। সারা দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। এই উপলক্ষে বিপিএল নিয়ে ব্যস্ততার ফাঁকেই শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা।
তবে তাদের মধ্যে একটু আলাদা মুশফিকুর রহিম। তিনি বিজয় দিবসে জানিয়েছেন আমাদের লাল-সবুজের পতাকার পেছনের গল্প। তিনি লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।
সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়।
আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’
এমএইচবি