বঙ্গবন্ধু বিপিএল

চট্টগ্রাম পর্ব শুরুর আগে চলছে টিকেট বিক্রি  

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৩:০৬ পিএম চট্টগ্রাম পর্ব শুরুর আগে চলছে টিকেট বিক্রি  
চট্টগ্রামে বিপিএলের টিকেট বিক্রির প্রথম দিন জনগণের লম্বা সারি। ফটো : দৈনিক জাগরণ

বিপিএলের ঢাকা পর্বের খেলা শেষ। এখন চট্টগ্রাম পর্ব শুরুর অপেক্ষা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা। এদিন প্রথম ম্যাচে দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট থান্ডারের বিপক্ষে। 

ম্যাচ দুটির টিকেট বিক্রি সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন টিকেট বুথ (ভিটাক মোড়) ও এম এ আজিজ স্টেডিয়ামে চলছে ম্যাচ দুটির টিকেট বিক্রি। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যবস্থাপক ফজলে বারী খান। 

এছাড়া অনলাইনে www.shohoj.com, www.paypoint.com.bd, www.gadgetbangla.com এ মিলছে টিকেট। গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য ১ হাজার ৫০০, রুফ টপ ১ হাজার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ ও ইষ্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা রাখা হয়েছে বলে তিনি জানান। 

ফজলে বারী খান বলেন, প্রতিবারের মতো ঢাকায় দর্শক খরা ছিল এবারও। চট্টগ্রামে তেমনটা দেখা যায় না। তবে এবার কেমন দর্শক হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে সেটাই দেখার বিষয়।
কিটের মূল্য এক হাজার ৫০০, রুফ টপ ১ হাজার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ ও ইষ্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা রাখা হয়েছে বলে জানান তিনি। 

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ডিসেম্বর) তৃতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। অপর ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

একদিন বিরতির পর ২০ ডিসেম্বর পঞ্চম ম্যাচ মাঠে নামবে খুলনা টাইগার্স বনাম ও রেঞ্জার্স। এদিন পরের ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স। পরদিন (২১ ডিসেম্বর) খুলনা টাইগার্স খেলবে সিলেট থান্ডার্সের বিপক্ষে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে।

২২ ডিসেম্বর রাখা হয়েছে বিরতি। বিরতির পরদিন ২৩ ডিসেম্বর ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং খুলনা টাইগার্সকে খেলতে হবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।

চট্টগ্রাম পর্বের শেষ দিন ২৪ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন খেলবে সিলেট থান্ডার্সের বিপক্ষে এবং কুমিল্লা ওয়ারিয়র্স খেলতে নামবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।

আরআইএস 

আরও সংবাদ