বিপিএলের চট্টগ্রাম পর্বে অনিশ্চিত তামিম

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৩:৪১ পিএম বিপিএলের চট্টগ্রাম পর্বে অনিশ্চিত তামিম
সংগৃহীত ছবি

বহুদিনের অফ ফর্ম কাটিয়ে বিপিএল দিয়েই নিজের চেনা ছন্দে ফিরতে চেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সে পথে ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ালো অসুস্থতা। যার কারণে এবারের বিপিএলে চট্টগ্রাম পর্বে অনিশ্চিত ঢাকা প্লাটুনের এই ক্রিকেটার।
 
তামিমের অসুস্থতার ব্যাপারে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, 'তামিমের অনেক জ্বর। ও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। আমরা দেখব ও খেলতে পারে কি না।'

জানা যায়, ফুড পয়জনিং থেকে জ্বরে ভুগছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। যার কারণে হাসপাতালেও যেতে হয়েছে তামিমকে। তাই ঢাকা প্লাটুনের হয়ে চট্টগ্রাম পর্বে খেলার সম্ভাবনা কম।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ঢাকা। এখন পর্যন্ত এই আসরে তিন ম্যাচে দুই জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তামিমের ঢাকা। 

এমএইচবি

আরও সংবাদ