উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলো নিশ্চিত করেছে আটটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। সোমবার (১৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল শেষ ষোলোর ড্র। যেখানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির নাপোলিকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
২০২০ সালের ফেব্রুয়ারির ১৮, ১৯ ও ২৫, ২৬ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। আর দ্বিতীয় লেগ মার্চের ১০, ১১ ও ১৭, ১৮ তারিখে। এর সেরা ৮ দল নিয়ে মার্চের ২০ তারিখে হবে কোয়ার্টার ফাইনাল ড্র। সেখানেই নির্ধারণ হয়ে যাবে সেমি-ফাইনালের লাইনআপও।
শেষ ষোলোয় যে যার প্রতিপক্ষ:
বরুশিয়া-পিএসজি
রিয়াল-ম্যানসিটি
আটালান্টা-ভ্যালেন্সিয়া
অ্যাতলেতিকো-লিভারপুল
চেলসি-বায়ার্ন
লিও-জুভেন্টাস
টটেনহ্যাম-লিগজিগ
বার্সা-নাপোলি
এমএইচবি