পরিবারের সঙ্গে ঘুরতে আরব-আমিরাতে গেলেন সাকিব

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৯:১১ পিএম পরিবারের সঙ্গে ঘুরতে আরব-আমিরাতে গেলেন সাকিব
ছবি : ফেসবুক।

হয়তো এখন থাকতেন বিপিএল নিয়ে ব্যস্ত। সতীর্থদের সঙ্গে নিয়ে সাজাতেন বিপিএলের পরের ম্যাচের পরিকল্পনা। কিন্তু তা আর সম্ভব হলো না। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় তার উপর সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। 

আর তাই সাকিবের এবার খেলা হচ্ছে না বিপিএল। নিজের এই অবসর সময়ের বেশির ভাগই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাঝে মধ্যে দুই-একটি অনুষ্ঠানেও দেখা যাচ্ছে তাকে। যদিও এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি সাকিব। 

নিজের অবসর সময় কাটাতে এবার একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে আরব আমিরাতে গিয়েছেন সাকিব। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন সাকিব। 

এমএইচবি

আরও সংবাদ