বঙ্গবন্ধু বিপিএলে বিদেশি অধিনায়ক থাকা নিয়ে প্রশ্ন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ১২:১৯ পিএম বঙ্গবন্ধু বিপিএলে বিদেশি অধিনায়ক থাকা নিয়ে প্রশ্ন 
রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী, কুমিল্লা ওয়ারিওর্সের অধিনায়ক দাসুন শানাকা এবং রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।

দেশি ক্রিকেটারদের স্বার্থ রক্ষার কথা বলা হলেও বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেয়া সাতটি দলের মধ্যে ৩টি দলের অধিনায়কই বিদেশি খেলোয়াড়রা। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন দাবি করেন, দলগুলোর মধ্যে যেহেতু স্পন্সর রয়েছে তাই বোর্ড এ বিষয়ে নির্দেশনা দিতে পারছে না। অথচ কুমিল্লা ওয়ারিওর্সের পূর্ণ স্পন্সরশিপ বিসিবির হাতে।

রংপুর রেঞ্জার্সে মোহাম্মদ নবী, কুমিল্লা ওয়ারিওর্সে দাসুন শানাকা এবং রাজশাহী রয়্যালসে আন্দ্রে রাসেল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন দেশি ক্রিকেটাররা এসব দলের অধিনায়ক নয়? এমনটি জানতে চাওয়া হলে সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন বলেন, এটা তো বিসিএল কিংবা এনসিএল নয়। কেউ পয়সা দিয়ে দল কিনলে কেউ অধিনায়কের বিষয়ে বিসিবির কথা কেন শুনতে যাবে? তিনি বলেন, দেশি ক্রিকেটারদের অধিনায়কত্ব দেয়া ভালো বলে আমি মনে করি। কারণ তারা আমাদের প্রত্যেকটা লোকাল খেলোয়াড়দের চেনে।   

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের বিশেষ বিপিএলে কোনো ফ্রাঞ্চাইজি নেই। সব দলের মালিক এবার বিসিবি। ৬ দলের স্পন্সর থাকলেও কুমিল্লা ওয়ারিওর্সের তাও নেই। এই দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং পরিচালক নাইমুর রহমান দুর্জয়। ফলে খালেদ মাহমুদ সুজনের দেয়া যুক্তি কুমিল্লা ওয়ারিওর্সের বেলায় মোটেও গ্রহণযোগ্য নয়। 

আরআইএস 
 

আরও সংবাদ