মুশফিকের কাছে হারলো রাজশাহী

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ০৫:০৯ পিএম মুশফিকের কাছে হারলো রাজশাহী
সংগৃহীত ছবি

বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি নিঃসন্দেহে। গত এক যুগে মুশফিকুর রহিম হয়ে গেছেন দেশের ক্রিকেটের অপরিহার্য। তার যথার্থতা তিনি প্রমানও করেছেন বারবার। আরও একবার তা জানান দিলেন মুশফিক, বিপিএলে তার বীরত্বেই রাজশাহী রয়্যালসের বড় সংগ্রহ তাড়া করেছে খুলনা টাইগার্স। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৮৯ রান করে রাজশাহী। তবে মুশফিকুর রহিমের বীরত্বে দুই বল আগেই সেটা টপকে যায় খুলনা। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। স্কোরকার্ডে এক রান তুলতেই সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ২৫ রানে ফেরেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবেজও। 

এরপর থেকেই শুরু মুশফিক ঝলক। তাকে সঙ্গ দেন রাইলি রুশো। ৫ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৪২ রান করে রুশো সাজঘরে ফেরত গেলেও জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন মুশফিক। ৯ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৯৬ রান করেন তিনি। আর তাতেই দুই বল আগেই ৫ উইকেটের বড় ব্যবধানে জয় পায় খুলনা।  

এর আগে  ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়ে ফেলে খুলনা। 

১ চার ও ছক্কায় দলীয় ২৬ রানে ১৬ বলে ১৯ রানে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার লিটন দাসও। লিটনের সমান ১৯ রান করে শহীদুল ইসলামের বলে সাজঘরে ফেরত যান তিনে নামা আফিফ। এরপরই হাল ধরেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও ইংল্যান্ডের রবি বোপারা। 

দুজন মিলে গড়েন ১০৬ রানের জুটি। ৮ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৮৭ রান করে ১৯ তম ওভারে আউট হন মালিক। ২ চার ও ছক্কায় ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বোপারা। খুলনার সামনে ছুঁড়ে দেন ১৯০ রানের লক্ষ্যে। খুলনার পক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট পান মোহাম্মদ আমির। একটি করে উইকেট পান রবি ফ্রাইলিং ও শহীদুল ইসলাম।

এমএইচবি

আরও সংবাদ