রানার দাপটে সিলেট থামলো ১২৯ রানে

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ০৮:২৯ পিএম রানার দাপটে সিলেট থামলো ১২৯ রানে

অনেক দিন ধরেই বয়সভিত্তিক ক্রিকেটে একটা নাম শুনা গিয়েছে নিয়মিত। সেই ধাপ পেরিয়ে ইমার্জিং কাপ আর এসএ গেমসের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলেছে কম। মেহেদি হাসান রানা নিজের জাতটা চেনালেন এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে এসে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট থান্ডার্সের বিপক্ষে বল করতে নেমে একাই তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে। তার দাপটে সিলেটও থেমেছে ১২৯ রানে। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেট শিবিরে প্রথম হানা দেন রুবেল হোসেন। শুরুতেই তিনি ফেরান ওপেনার রনি তালুকদার ও শফিকউল্লাহকে। ২৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর কিছুটা প্রতিরোধ গড়েন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ মিথুন। 

৩ চার ১ ছক্কায় ৩২ বলে ২৮ রান করা ফ্লেচারকে ফেরান মুক্তার আলি। আর ব্যক্তিগত ১৫ রানে মোহাম্মদ মিথুনকে নাসুম আহমেদ ক্যাচ বানিয়ে নিজের দাপুটে বোলিংয়ের শুরু করেন রানা। চতুর্থ ওভারে এই উইকেট নেয়ার পর রানা ফের বোলিংয়ে আসেন ইনিংসের ১২ তম ওভারে। 

প্রথম ওভারে ৩ রান দিলেও এই ওভারে কোন রান দিয়েই দুই উইকেট পান রানা। দুই ওভারে তিন রান দিয়ে তৃতীয় ওভারে এসে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ইনিংসের শেষ ওভার করতে এসে ১১ রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট। রানার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১ মেইডেনসহ ২৩ রান দিয়ে ৪ উইকেট। তার এমন দাপুটে বোলিংয়ে সিলেটও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি। 

এমএইচবি