বিপিএলে সম্প্রচার নিয়ে অভিযোগ অনেক দিনের। বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরে সম্প্রচার মান বাড়াতে বেশ কিছু প্রযুক্তি যুক্ত করে বিসিবি। যার মধ্যে একটি ড্রোন। কিন্তু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মাঠ থেকেই উধাও হয়ে গেছে এই ড্রোন।
রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে ড্রোন দিয়ে পুরো মাঠের নানান শট নিচ্ছিলেন কানাডিয়ান ড্রোন নিয়ন্ত্রণকারী ক্রিস ফিকরেট। বিপিএলের জন্য যে দুইটি ড্রোন আনা হয়েছে তার মালিকও তিনি। কিন্তু হঠাৎই চার্জ শেষ হয়ে মাটিতে পড়ে যায় ড্রোন, চলে যায় তার নিয়ন্ত্রনের বাইরে। পূর্ব গ্যালারির পেছন দিক থেকে ড্রোনের অংশবিশেষ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি।
ড্রোন ক্যামেরাটির মূল্য প্রায় ৪ লক্ষ টাকার বেশি। তাই এটি খুঁজে পেতে মরিয়া ক্রিস ফিকরেট ও বিপিএলের প্রোডাকশন হাউজ রিয়েল ইমপ্যাক্ট। আর অন্য কেউ যদি তা খুঁজে দিতে পারেন, তার জন্য ঘোষণা করা হয়েছে ১০ হাজার টাকা পুরস্কার।
এমএইচবি