৬ মাসের মাথায় ল্যাঙ্গাভেল্টের পদত্যাগপত্র!

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ১০:২৫ এএম ৬ মাসের মাথায় ল্যাঙ্গাভেল্টের পদত্যাগপত্র!
ফাইল ছবি

মাত্র মাস ছয়েক আগেই নিয়েছেন দায়িত্ব। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টলি ওয়ালশ যখন একরকম ব্যর্থ, তখন আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই জাতীয় দলের পেস বোলারদের দায়িত্ব দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গাভেল্টের হাতে দেয় বিসিবি।

কিন্তু দায়িত্ব নেয়ার মাস ছয়েকের মধ্যেই চাকরি থেকে পদত্যাগ করতে চাচ্ছেন এই প্রোটিয়া কোচ। বোর্ডে সেই পত্র জমাও দিয়েছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েই চাকরি থেকে ল্যাঙ্গাভেল্ট পদত্যাগ করছেন বলে জানিয়েছেন তিনি। 

একটি বার্তা সংস্থাকে তিনি বলেন, 'চার্ল ল্যাঙ্গাভেল্ট আসলে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। তাই তিনি তা গ্রহণ করতে চান। আর সে কারণেই বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়ে নিজ দেশের জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হতে আগ্রহী। আর তাই বোর্ডে চিঠি দিয়ে চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছে।’

এখন বোর্ড সে পদত্যাগপত্র গ্রহন করবে কী না জানতে চাইলে আকরাম খান কোন কিছু নিশ্চিত করেননি। বোর্ড কর্মকর্তারা একসঙ্গে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। 

এমএইচবি

আরও সংবাদ