১৭ বছর পর ড্র হওয়া এল ক্ল্যাসিকো মাঠের উত্তাপ যতটা ছড়িয়েছে, তার চেয়ে অনেক বেশি উত্তাপ ছড়িয়েছে কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এএফপি
ন্যু ক্যাম্পে গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে স্টেডিয়ামের ভেতরে ৯৩ হাজার ৪২৬ জন দর্শক উপস্থিত ছিল। স্টেডিয়ামের বাইরে কাতালুনিয়ার স্বাধীনতাকামীদের সংখ্যাটা ছিল অগণিত।
আন্দোলনকারীরা মুখোশ পরিধান করা অবস্থায় ন্যু ক্যাম্প ও তার আশেপাশের এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ও কাঁচ নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাধীন কাতালুনিয়ার দাবিতে আন্দোলনকারীরা পতাকা বহন করে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে রাস্তার মধ্যে ঢুকে পড়ে। সেখানে তারা আগুন ধরিয়ে দেয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের ডজনখানেক ভ্যান ঘটনাস্থলে পৌছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় পুলিশও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে স্বাধীন কাতালুনিয়া আন্দোলনের ৯ নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হয়। আন্দোলনের প্রবল ঢেউয়ের কারণে গত ২৬ অক্টোবর এল ক্লাসিকো হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
শুধু মাঠের বাইরেই নয়, ভেতরেও ছিল আন্দোলনকারীদের সরব উপস্থিতি। হলুদ রঙয়ের ফ্রিডম লেখা বিশাল ব্যানারে তারা স্বাধীনতার দাবি সকলের কাছে জানিয়ে দেয়। আরেকটি ব্যানারে স্পেন সরকারকে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে লেখা ছিল- স্পেন সিট অ্যান্ড টক। ম্যাচ চলাকালীন সময়ে দর্শকরা হলুদ বেলুন নিক্ষেপ করেছিল। ফলে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ থাকে। বেলুনে লেখা ছিল- হে তরুণেরা, আপনাদের জন্য প্রজন্ম অবশ্যম্ভাবী।
আরআইএস